মায়াময় মহান মমতারূপ মমতাকে নিরাকৃত করিয়া
বন্ধনমূক্ত ভালোবাসা গ্রহণ করো মন দিয়া
যাহারা ভালোবেসে ভক্তির সাথে জ্ঞানের অর্চনা করেন, তাহারাই কর্মী
তাহারাই মহাত্মা, তাহারাই জ্ঞানী
এই নশ্বর গতপ্রায় জীবনে জ্ঞানকে ভাল না বেসে
ক্ষণভঙ্গুর দেহকেই দুর্লভ জ্ঞানে পূজা করে
নারীগণ হইতে জীবজগতের উৎপত্তি হয়
তাই যাহারা জ্ঞানকে ভালোবাসে তারা নারী নিন্দা না সয়
জ্ঞানকে ভাল না বেসে যাহারা নারীজনে নির্লজ্জভাবে আসক্ত হয়
তাহারাই নিন্দার পাত্র বলে পায় পরিচয়।



সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ,পত্র পত্রিকা