যে হৃদয় ভালোবেসে মায়া দ্বারা গঠিত
সেই হৃদয়ের সীমা না পাওয়াই সঙ্গত
মায়ায় মানুষের মন ভালোবেসে বিহ্বলতা লাভ করে
তাইতো চঞ্চল মনে মন ছুটে বেড়ায় দিগন্ত জুড়ে
ভাল না বেসে ভাঙতে পারেন যিনি মায়ার বেড়া
সেই আবার হরণ করে প্রণতজনের পীড়া
মায়ায় মোহিত হয়ে হৃদয় চঞ্চল হলে
একমাত্র ভালোবেসে জ্ঞানকে আশ্রয় করে সেই হৃদয় শান্ত হবে
অখিল বস্তুর স্রষ্টা, বিবেক অবিবেক দিয়ে ভালোবেসে গড়েছেন বিশ্ব
অথচ বেঁচে থাকতে তার প্রতি মস্তক নত হয় না কী আশ্চর্য!


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা