যে জ্ঞানে জন্ম, যে জ্ঞানে জীবন আবার সেই জ্ঞানেই মৃত্যু
ভালোবেসে নিয়তি যে বাধ্য করে সকল কিছু
জ্ঞানকে ভালোবেসে নিয়তি যদি মনে করে করবো আমি
কার সাধ্য ঠেকায় সেই পাগলামি
ভালোবেসে জীবনে যত কিছু প্রাপ্তি
জ্ঞানে নিয়তির অনুভব করাই যেন মূল শক্তি
জ্ঞানে কর্ম করে ভাগ্য তৈরী করে যে নিয়তি
ভালোবেসে আমি নাম দিয়ে করিয়ে নেন তিনি
জ্ঞানকে ভালোবেসে নিয়তি বলে ভাববো যাকে
দু নয়নে দেখা যায় না তাকে
নিয়তির খেলায় খেলোয়াড় শত শত
ভালোবেসে আমি আমি বলে খেলে যে যার মতো
জীবগন কর্মপাশে হয়ে নিয়ন্ত্রিত নিয়তি বলে যাকে
আসলে আসল কথা একটু ঘুরিয়ে বলতে ভালোবাসে
নিয়তির কঠোর হাত থেকে যদি রেহাই পেতে চাও
জ্ঞানকে ভালোবেসে সময় থাকতে তার আশ্রয় লও
নিয়তিতে মানুষ যে কর্ম করে
সে কথা বুঝতে হলে ভালোবেসে ডুবতে হবে জ্ঞানসাগরে।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা