যাহা দেহ তাহা অবিদ্যায় আবৃত
তাই ভালোবেসে জ্ঞানী বিদেহ পরম পুরুষকে হও অবগত
তত্ত্বজ্ঞানহীন যারা বেদবাদে নিরত থাকে তারা
আর জ্ঞানকে ভালোবাসে যারা, নিগূঢ় তত্ত্বে মত্ত তারা
জ্ঞানকে ভালোবেসে মনের বিশুদ্ধতা আনো
আর সর্ববিষয়ে অনুরক্ত হয়েও হও তুমি তত্ত্বজ্ঞ
আমরা প্রাজ্ঞ ও পন্ডিতমানী হয়েও পরস্পর পরস্পরের প্রতি
জ্ঞানকে ভালো না বেসে দোষার্পণ করে মিথ্যাবাদে নিরত আছি
গুণভেদময় সকলই অসত্য বলে যদি জানো
তবে জ্ঞানকে ভালোবেসে গুনাতীত বস্তুর সন্ধান করো।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা