আমরা জ্ঞানী ও সত্যবাদী
তাই চিরন্তন সত্য কথা বড্ড ভালোবাসি
সূর্য পূর্ব দিকে উদিত হয় আর পশ্চিম দিকে অস্ত যায়
এই কথা চিরন্তন সত্য বলে ভালোবেসে পরিচিতি পায়
আবার সূর্যের উদয় বা অস্ত নেই
এটাও ভালোবেসে চিরন্তন সত্য বাক্য বলে মেনে নেই
সূর্য ভালোবেসে একবার দৃষ্টিগোচর হয়
আবার দৃষ্টি সীমার বাইরে চলে যায়
তবে তিনের মধ্যে কোনটিকে ভালোবেসে মেনে নেই চিরন্তন সত্য বলে
নাকি নিজেই নিজের সাথে দ্বিচারিতা করি ভাবের ঘরে
এক বর্ণের সৌন্দর্যতা ভাল লাগে না দৃষ্টিতে
তাই ভালোবেসে সুখ খুঁজি নানা বর্ণের মাঝে।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা