অল্প বিদ্যা ভয়ঙ্করী, আমার অবস্থাও সেই রকম ধরি
তাই ভালোবেসে শিক্ষা দীক্ষা এখনও হয়ে ওঠেনি
ভালোবেসে আপনাদের সহযোগিতা পেলে
ভুল ত্রুটি সংশোধন করে ভাঙা গাড়ি চলবে আপন বেগে
অজ্ঞানের বন্ধু সাধু আর চলিত ভাষা ভালোবেসে সঙ্গে আছে বানান ব্যাটা
মনে হয় এ জীবনে আর হবে না সংশোধন করা।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা