নিয়তির খেলায় জ্ঞান নিয়ে খেলেন যিনি
তার ভালোবাসার মায়ায় মুগ্ধ যেন সকলি
জ্ঞানকে ভাল না বেসে কর্ম করে ভাগ্য গড়ি আমি
আর অকৃতকার্য হলে নিয়তিকে দোষী করি
আমার কর্ম ভালোবেসে আমি করি একথা যেমন সত্য
আবার যার কর্ম তিনিই করেন একমাত্র নিয়তিতে সকলে যে বাধ্য
জন্ম জীবন মৃত্যু দিয়ে হয় সকল বাক্য রচনা
জ্ঞানকে ভালোবেসে একমাত্র নিয়তিই করতে পারেন তার সূচনা
'নিয়তি' তিন অক্ষরে কত বল ধরে
জ্ঞানকে ভালোবেসে বুঝবে তার বল অক্ষরে অক্ষরে
ভালোবেসে নিয়তিকে কতরূপে দেখতে চাও তুমি
যার প্রমান জ্ঞানের খনি এই ব্রম্হাণ্ডের রূপখানি
জ্ঞানকে ভাল না বেসে কেউ বলে ভাগ্য গড়ি আমি
কেউ বলে আমি নিয়তির অধীনে থাকি
নিয়তি আর ভাগ্য কার কিরূপ
জ্ঞানকে ভালোবেসে বুঝবে তার স্বরূপ
নিয়তি ভালোবেসে বসিয়ে রাখতে পারে
আবার চাইলে আমৃত্যু দৌড় করাতেও জানে
বর্ণমালায় আমি তুমি কত কাছাকাছি থাকে
জ্ঞানকে ভালোবাসা ছাড়া নিয়তির সে ভেদ মোছা নাহি যাবে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা