নিঃশব্দ বিকট গরম পরেছে চৈত্র মাসে
বাঁচার শ্রেষ্ঠ উপায় নিকটতর গরম পরতে চলেছে
আসন্ন জ্যৈষ্ঠ মাসে আসবে গরম এই কথা ভাবো মনে
তবেই বর্তমানের অসহ্য গরম অনেক হালকা মনে হবে
চৈত্রের গরমে ভাববে জ্যৈষ্ঠ মাসের কথা
জ্যৈষ্ঠ মাসে ভাববে এই তো আর কটা দিন তারপর হিমেল হাওয়া করবে আসা যাওয়া
বর্তমান সব সময়ই ভাল অন্তত ভবিষ্যতের চেয়ে ভাল
এই নীতিবাক্য স্মরণে তোমার অশান্ত মনকে করবে শান্ত
জলবায়ুর ক্ষেত্রেও একই ভাবনা যদি থাকে
কষ্ট পাবে না আর জলবায়ুর কু-প্রভাবে।



সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা