অক্ষর বর্ণ শব্দ বাক্য যে ভালোবাসে
অক্ষরেই তার বর্ণপরিচয় মেলে
অক্ষরের খেলা যে যত খেলতে জানে
ভালোবেসে অক্ষরের খেলোয়াড় বলে তাকে
অক্ষর নিয়ে যোগী ঋষি মুনি ধ্যান করে
অক্ষরের প্রতি ভালোবাসা তারা অস্বীকার করতে না পারে
অক্ষর কত শক্তি ধরে তা কে বলতে পারে
অক্ষরের প্রতি ভালোবাসার টান সে ইঙ্গিতই করে
অক্ষরে অক্ষরে যেমন ভালোবাসা হয়
তেমনি সংঘর্ষ লাগলে তা অক্ষর ই ঘটায়
আদি অন্তহীন মাঝে অক্ষর নিয়ে যাত্রা শুরু করে
আবার সমাপ্তি টানতে ভালোবেসে ভরসা সেই অক্ষরকে ধরে
অক্ষরকে ভালোবেসে বিপদ এড়িয়ে
জ্ঞানকে ধরে রাখ শক্ত হাতে