যাহারা জ্ঞানকে ভালোবেসে হয় অসন্তুষ্ট
তাদের বুদ্ধি নিশ্চয় অজ্ঞানে করে নষ্ট
যাহারা জ্ঞানকে ভালোবেসে সর্বাবস্থায় সন্তুষ্ট
অজ্ঞান করতে পারে না তাদের পথভ্রষ্ট
উদারবুদ্ধি ব্যক্তি জ্ঞানকে ভালোবেসে ভাবে
আমি দান কর্ম যা কিছু করি নিজ সামর্থ্যানুসারে
জ্ঞানকে ভাল না বেসে মিথ্যা বাক্য সর্বথা নিরর্থক
তাই সত্য দিয়ে জীবন তোমার হোক সার্থক
আত্মা দ্বারা আত্মায় আত্মাকেই অবলোকন করা
জ্ঞানকে ভালোবেসে সার্থক সেই জনা।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা