আশা এই বিশ্বকে ভালোবেসে বিদ্যাসমূহে, শাস্ত্রসমূহে, বিবেকপ্রদীপে
অদ্যবাক্যসমূহে অথবা মহান্ধকারে মমত্ব গর্তে ভ্রমণ করাতে পারে
যিনি ভালোবেসে বিশ্বকে প্রসব করেন
তাঁর নিকট প্রার্থনা করলে তিনি তত্ত্বজ্ঞান ও ঐশ্বর্য প্রদান করেন
ভগবতী বিষ্ণুমায়াই ভালোবেসে বিবেকী ব্যক্তিগণকেও মোহিত করেন ও করেছেন
এবং ভবিষ্য ব্যক্তিরাও মোহিত হবেন
" আমি" "আমার" এরূপ সঙ্গবিচ্যুতিকারী জ্ঞান
জ্ঞানের প্রতি ভালোবাসাই দিতে পারে তার সন্ধান।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা