আমার মতো গরীব মানুষের জীবন
ঠিক যেন ছেঁড়া জুতোর মতন
একদিকে পট্টি লাগিয়ে যেমন চলতে হয়
অন্যদিকে জোড়া তালি দিয়েই যার আয়ু বৃদ্ধি পায়
জুতো চুরি বা হারিয়ে যাওয়ার ভয়ে
নাম লিখিয়েছি জুতোর গায়ে
হারিয়ে গেলে কোনো সহৃদয় ব্যক্তি
নাম ঠিকানা দেখে আমায় চিনতে পারে যদি
আমার জুতো দেখে যারা হাসাহাসি করে
মরুঝড়ে আমি যে বিপর্যস্ত, অশ্রুবিন্দুর প্রতিটি ফোঁটা তখন আমায় ভালোবেসে শান্ত করে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা