নাগরিক অধিকার আমার কী কেউ
না-কী আত্মহননকে কেন্দ্র করে তা কোন জল্পনার ঢেউ
দুর্ভাগ্যজনক ঘটনার মধ্যে
এমনতর চর্চার দুর্ভাগ্যজনক অবকাশ রয়েই গেছে
নাগরিকতা এমন এক বস্তু
যা থাকলে বোঝা যায় না তার মূল্যটুকু
আর না থাকলে বাঁচার প্রতি নিঃশ্বাসে যার প্রয়োজনীয়তা
বুঝিয়ে দেয় তার ভয়ঙ্কর অমোঘতা
নাগরিক অধিকার না থাকার এই একচিলতে দোষে যারা হবে আক্রান্ত
অনেক প্রজন্ম এই অস্তিত্বের সংকটে হয়ে যাবে ছিন্নভিন্ন
চিৎকার করে কাঁদতে যে স্নায়বিক শক্তিটুকু লাগে
নাগরিক অধিকারজনিত বাকশক্তি সেই ট্রমায় আজ আমার হারিয়েছে।



সংগ্রহ : আদর্শ লিপি , ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা