আস্থাহীন অনাগরিক হয়ে জন্মেছি এই পৃথিবীতে
দেশহীন উদ্বাস্তু পরিচয় আমার এই ধরণীতে
হঠাৎ হয় যদি একাধিক ঘটনার যুগপৎ সংঘটন
সেই সব সমাপতন দিয়েই আমার জীবন গঠন
সম্ভাব্যতর ব্যাখ্যা নিয়ে জীবন গড়ি
এই আশা নিয়েই এগিয়ে চলে জীবন তরী
বাড়তি সুবিধা পাবো বলে গাজর ঝুলিয়েছি নাকে
সাথে পাছে লাঠির ব্যবহারে তরী আমার চলছে হাওয়ার বেগে
স্বচ্ছতার দাবি করতে পারি না আমি
কারণ বড় নেতা বা সংস্থার সাথে অনতিপ্রচ্ছন্ন যোগসূত্র তৈরী করিনি।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা