জ্ঞানকে ভালোবেসে নিয়তিকে অনেকেই মানি
কিন্তু ভালোবেসে আমার জায়গাটাও ছাড়তে না চাহি
এই ব্রহ্মাণ্ডে ভালোবেসে যা কিছু ঘটছে
জ্ঞানকে আশ্রয় করে নিয়তিই সব করছে
জ্ঞানগর্ভ বর্ণমালার বোধোদয়ে কোথাও কিছু আছে
তাই নিয়তির ভালোবাসা বর্ণমালায় পাবে
নিয়তির জ্ঞানচক্র ভালোবেসে ঘুরে অবিরামভাবে
ভেবে দেখেছো কী তা কাকে কেন্দ্র করে
নিয়তির খেলায় যে আছে মজে
জ্ঞানকে ভালোবেসে নিয়তি তার সব ধন নিয়েছে কেড়ে
নিয়তির বাধ্য সবাই জ্ঞানকে ভালোবেসে যদি বলি আমি
তবে কর্ম আর কর্মফল সেও তিনি
নিয়তির খেলায় নিয়তিই পুতুল
জ্ঞানকে ভালোবেসে আমার নাম দিয়ে গড়েন দুকূল
জ্ঞানকে ভালোবেসে আমি গড়ি প্রতিমা, আমাকে গড়েন প্রকৃতি
প্রকৃতিকে গড়েন নিয়তি
জ্ঞানকে ভালোবেসে নিয়তির বাধ্য যে সবাই নয়
নিয়তির বিরোধিতায় সে কথা প্রমান হয়
ব্রহ্মাণ্ডে  এমন অনেক কিছু আছে যা চোখে দেখা যায় না
জ্ঞানকে ভালোবাসিনা তাই নিয়তির কথা মাথায় আসে না
নিয়তি সকলে কত ভালোবাসে
কিন্তু জ্ঞানে নিয়তির কথা কজন মাথায় রাখে।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা