সচ্ছিদ্র ঘটে একটুমাত্র জল থাকে না
তেমনি জ্ঞান কলসে ভালোবেসে বিদ্যা ছাড়া কিছু পাবে না
গায়ক গান করে, বাদকদল বাদ্য বাজায়, নর্ত্তকগণ নৃত্যকার্যে নিরত
আর বিদ্যাকে ভালোবেসে বিদ্যার্থী বিদ্যা অন্বেষণে রত
কোন অনলে হৃদয় তোমার তপ্ত হয়ে ওঠে
ভালোবেসে জ্ঞানানলে দগ্ধ কর যত অনল আছে
জ্ঞানকে ভালোবেসে যিনি বেদ, বেদবীজ ও বেদগুহ্য
তিনিই দীর্ঘ, দীর্ঘ-দীর্ঘ, দীর্ঘার্ঘ ও মহ
জ্ঞানকে ভালোবেসে যিনি অর্থ, অর্থরূপ ও পরমার্থ
তিনিই আবার বিশ্বরূপ, বিশ্বনাথ, বিশ্ব।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা