বৈদিক কর্ম হয় দুই প্রকার
জ্ঞানকে ভালোবেসে প্রবৃত্তি ও নিবৃত্তি নাম কয় তার
বিষয়জনিত মোহ মনকে বিচলিত করতে পারে
তাই সময় থাকতে জ্ঞানকে ভালোবাসো হৃদয় দিয়ে
জ্ঞানকে ভালোবাসা ব্যতীত ধর্ম, জ্ঞান, বৈরাগ্য ও ঐশ্বরিক ভাব
কেমনে পাবে সেই স্বভাব
জ্ঞান গন্ধবিহীন, রূপবিহীন, রসবিহীন ও শব্দ স্পর্শবিহীন
যা অনাদি ও  অনন্ত জগতের উৎপত্তিস্থান ভালোবেসে তার স্মরণ থাক চিরবিদ্যমান
বীজ যেরূপ ত্বক দ্বারা সমাচ্ছন্ন থাকে
প্রধান তত্ত্ব সেই প্রকার মহত্বকে ভালোবেসে আবৃত করে রাখে
তৎপরে মহত্তত্ব থেকে অহংকারের উৎপত্তি হয়
ভালোবেসে অহংকারই ভূতাদি বলে পরিচিত হয়
গুণ নাই যার, নির্গুনের গুণকীর্তনরূপ স্তব
জ্ঞানকে ভালোবেসে সত্যিই কী তা করা সম্ভব?


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা