জীবন এখন সংখ্যাসর্বস্ব
সংখ্যা দিয়ে গড়া তার অবয়ব যত
অর্থনীতির হিসেব থেকে সমাজমাধ্যম
জনপ্রিয়তার খতিয়ান তুলে ধরতে সংখ্যাই উত্তম
সংখ্যা দেখে হই যেমন উৎফুল্ল
তেমনি শিউরে উঠতেও সংখ্যারই প্রাধান্য
শিশুরা যুদ্ধ করে না আবার নেতৃত্বও দেয় না
তবুও যুদ্ধের হিংস্র মৃত্যুর বিভীষিকা থেকে তারা রেহাই পায় না
যুদ্ধ শুধু বীভৎসতা নয়
বহুদূরপ্রসারী ক্ষতির ইতিহাস বয়ে বেড়ায়
যুদ্ধের পেছনে ছায়ার মতো লেগে থাকা অনাহার ও দুর্ভিক্ষ
মুছে যাবে আরও বহু প্রাণ নীরবে তাকিয়ে দেখবে শুধু পৃথিবীর দলীয় নেতৃত্ব
কোন তুঙ্গ স্পর্শ করলে যুদ্ধও লজ্জায় মুখ ঢাকবে
মৃত্যুর সংখ্যায় তারই বোধ হয় অপেক্ষা বিশ্বমানবতার পথ চেয়ে।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা