সন্ত্রাসবাদ যদি হয় আধুনিক বিশ্বের জ্বলন্ত সমস্যা
সেই সন্ত্রাসবাদ যে সন্ত্রাসী তৈরী করে তার যে অজ্ঞানের সঙ্গে ভালোবাসা
আন্তর্জাতিক এই সমস্যা সমাধানে যে দেশসমূহ হয় সচেষ্ট
অস্ত্রের মজুদ ভান্ডার বাড়িয়ে তারাও নয় নিশ্চিন্ত
জ্ঞানকে ভালোবেসে জ্ঞানাস্ত্র বাড়িয়ে যে সুখ সমৃদ্ধি ঘটে
হাইড্রোজেন বোমাও কিন্তু সেই সুখ দিতে না পারে
সন্ত্রাসবাদ যদি হয় আধুনিক বিশ্বের এক কলঙ্কময় অধ্যায়
তবে জ্ঞানকে ভাল না বেসে তার বিরুদ্ধে অস্ত্রভান্ডার মজুদের পরিমাণ কেন বৃদ্ধি পায়?
দেশ, রাষ্ট্র ও জাতিকে ধ্বংস করাই যার লক্ষ্য
তাদের কাছে ভালোবেসে সাধারণ মানুষের মূল্য নেই কেন?


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা