স্বেচ্ছাচারী হয়ে সর্বদা বালকের মতো চেষ্টা না করবে
জ্ঞানকে ভাল না বেসে অন্যায়রূপে কার্য করলে পরিণামে ব্যর্থতাই আসে
অমৃত নিমিত্ত যদি সাগর মন্থন করতে চাও
তবে জ্ঞানকে ভালোবেসে জ্ঞান সমুদ্রে ঝাঁপ দাও
ভালোবেসে যারা সাধ্যনুসারে পরের উপকার করে
তারাই ধন্য পবিত্র ও লোকশ্রেষ্ঠ বলে লোকে
দৈব ব্যতীত সমস্ত উদ্যমই নিরর্থক
তাই জ্ঞানকে ভালোবেসে তা করে তোলো সার্থক
জ্ঞানকে ভাল না বেসে উপপাতক দীর্ঘকালস্থায়ী হলে
তা মহাপাতকরূপে পরিণত হবে।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা