দৃশ্যদূষণে যদি পরিবেশ দূষিত হয়
তবে দূষণযুক্ত শব্দ ব্যবহারে তার পরিণতি কোন দূষণ ঘটায়
আমি যে শহরে থাকি সেই শহরটা
লোকাল ট্রেনের কামরার মতো অনেকটা ভিড়ে ঠাসা
সেই শহরে দৃশ্য দূষণে বাড়ে যদি চুলকানি
যার দেওয়াল জুড়ে চুলকানির মলমের বিজ্ঞাপন কমিয়ে দেবে আপনার সেই ভাবখানি
শুধু তাই নয়, বৈচিত্রময় বিজ্ঞাপনে আপনি পাবেন
বেকার যুবক যুবতীদের নানা ধরণের কর্মসংস্থান
এছাড়াও আছে, অভিনয়ের সুযোগ, সন্ধান চাই, ইউনানি চিকিৎসা
বিউটি পার্লার, কর্মখালি নাই, বশীকরণ আরও নানা সমস্যার সমাধান
সানন্দে ভালোবেসে নন্দনের শহরে এসেছি আমি নান্দনিকতা দর্শনে
আর এখন অ-নান্দনিকতা আমার রুচিবোধকে গ্রাস করছে প্রতি মুহূর্তে
শুধু যে আমি তা নয়, গাছপালারাও হয় ক্রুশবিদ্ধ
পেরেক বুকে ঠুকে রাজনৈতিক পতাকা, ফেস্টুন, ব্যানারের সৌন্দর্যতা গলায় ঝুলিয়ে তারাও আজ যন্ত্রনাবিদ্ধ
আমার অক্ষমতার জন্য আমি ফিরে গেলাম কারণ শহরে থাকার আমি নই যোগ্য
সুজলা সুফলা শস্য শ্যামলা অজ পাড়াগাঁ যেখানে আমার জন্ম।


সংগ্রহ : আদর্শ লিপি, ধৰ্মগ্রন্থ, পত্র পত্রিকা