রস লাগবে? রস লাগবে? আমি রসের ব্যাপারী
ভালোবেসে খাঁটি রস বিক্রি করে আমি সংসার গড়ি
রস লাগবে? রস লাগবে? আমি রসের জোগানদার
শুন্য হাতে ফিরবে না এই খাঁটি রস খেলে একবার
রসালো ভূমিকে রস ছাড়া করি আমি মরুভুমি
আবার সেই মরুভূমি ভালোবেসে বৃক্ষ দিয়ে রস তুলি
নদী নালা সমুদ্র ভালোবেসে জল দিয়ে তাকে করি সিক্ত
সেই রসে প্রাণের খেলা দেখতে লাগে ভাল
নদীর জল শুকিয়ে গেলে নদী হয় জলশূন্য
ভালোবেসে তাকে নদী বললেও রস হয়ে যায় ভিন্ন
আম, জাম, নারিকেল, কাঁঠাল, কলা যত ফল আছে
রস ছাড়া হলে ভালোবেসে ভেবে দেখ কেমন লাগে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা