যদিও বা হই আমি মায়ার পুত্র
আবার ভালোবেসে জ্ঞানবান হলে হবে তুমি মায়ামুক্ত
আত্মজ্ঞানরূপ অমৃতপানে যিনি নিত্য তৃপ্ত ও নিরাময়
ভালোবেসে তিনি সমাধি অবস্থায় অবস্থিত হয়ে দিন কাটায়
শব্দব্রহ্মেরও অতীত হয়ে থাকেন যিনি
ভালোবেসে তার দেখা সহজে হয় না বলেই জানি
নিজের মানে নিজেই যিনি মোহিত
জ্ঞানকে ভাল না বেসে তিনি জড়প্রায়, পন্ডিতাভিমানী, অধর্মনিষ্ঠ
প্রলোভন বা প্ররোচনাতেই যাদের আসক্তি
জ্ঞানকে ভাল না বেসে আমিই সেই ক্ষুদ্র ও অকর্মণ্য নয় কী?
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা