মানুষের দেবতা কর্ম
কর্মই পরম ধর্ম
কর্ম দ্বারা বন্ধু পায়
কর্ম মানবকে মুক্ত করে হতে সর্বদায়
কর্মে সুখ দুঃখের অবসান
দান কর্মে পাবে সেই পরম ধাম
মানবসেবারূপ কর্ম কর যদি ধর্ম
সেই জ্ঞানই তোমাকে দিয়ে করাবে সেই কর্ম
ভয়ে ভীত প্রাণ রক্ষা করা ধর্মের কর্ম
আর দান দক্ষিণা দানে সফল করো সেই ধর্মকর্ম
ক্ষমা, দয়া, সত্য সদগুনের কর্ম
সেই অলংকারে অলংকৃত কর তোমার ধর্ম
লোভ হলে উপস্থিত হয় নিন্দিত কর্ম
তখন পরশ্রীকতর হয়ে করে যত অপকর্ম।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা