ভালোবেসে কলমকে যদি কৃষ্ণ বলি রাধা হবে সাদা খাতা
কালির আঁচড়ে কৃষ্ণ নাচে সঙ্গে থাকে রাধা
গোপ গোপী যত আছে সকলে রাধা কৃষ্ণ ভজে
রাধা কৃষ্ণ ছাড়া গোপীর লীলা কেবা ভালোবাসে
নরনারী ভালোবেসে করে যত সৃষ্টি
রাধা কৃষ্ণের ভাব ছাড়া সকল যেন ফাঁকি
যেখানে জীবন সেখানে শিব কথাটি নয় মিথ্যে
সত্য তখনই হবে ভালোবেসে মহেশ্বর জয়ে
ব ‘ তে ব্রহ্ম হয়, ব ‘তে বিষ্ণু হয়, ব’তে বোম বোম ভোলানাথ কয়
ব’তে ব্রহ্মা ভালোবেসে বলে স্বরবর্ণ ব্যঞ্জণবর্ণে আমাদের আছে পরিচয়
ব’তে একটুখানি মোচড় দিলে কৃষ্ণ পাবে
ব তে বাংলা, ব তে বর্ণমালা তাঁদের সখা রূপে থাকে
ব এর নিচে একটু ফোটা দিলে
ভালোবেসে রাধা রাধা বলে ডাকে
হ তে হরিকে পাবে, হ তে হজরত মোঃ সাঃ আছে
যার যা খুশি ভালোবেসে ডাকো তাকে