আমি জ্ঞানকে ভালোবাসতে পারিনি
তাইতো তোমার পদতলে আশ্রয়ে হই শরণার্থী
জ্ঞানকে ভালোবেসে যার নয়ন হয়েছে অশ্রুপূর্ণ
বাক্যোচ্চারণ তার জলের সাথে করেছে বন্ধুত্ব
অমৃতোৎপাদন বিষয়ে তুমি জ্ঞানকে মন্থন দন্ড করো
অমৃতকে পান করে গরলকে দূরে রাখ
অহংকারে জগৎ উৎপত্তি, স্থিতি ও প্রলয়
জ্ঞানকে ভালোবেসে ভেবে দেখো জগতই অহংকারাত্মকময়
ভালোবেসে পরমার্থ জ্ঞানে এজগৎ নশ্বর নহে
কিন্তু মায়া বিরচিতরূপে ইহা নশ্বর কহে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা