নিজের বিচার নিজে করতে না জানি
তাই বুঝি অন্যের বিচারে এত আগ্রহ দেখি
ভালোবেসে লোকে মাতবর বলে আমাকে
আমার মত ছাড়া তাদের একদিনও না চলে
কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে কী সিদ্ধান্ত নিতে হবে
সেই  সকল মত নিতেই লোকে আমায় ডাকে
সুষ্ঠ বিচারে আগ্রহ থাকে না আমার
নিজের মত অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়াই বিচার
এই করেই সময় পাই না আমি
জনগন বুঝতে পারে না আমার ব্যস্ততা কতখানি
এ ডাকে ও ডাকে সময়ে অসময়ে  বিরক্ত করে
রাগ হলে তা দেখাতে পারি না মাতবর বলে
সবলোকে মানে আমায় আমি এক কথার মানুষ
শুধু ব্যতিক্রম স্ত্রী পুত্র কন্যার ব্যাপারে তখন হারায় হুঁশ।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা