বিজ্ঞান যুক্ত জ্ঞান, সংগ্রামে অজেয়ত্ব
তাই জ্ঞানকে ভালোবেসে দেখো তুমি তার বীরত্ব
অজ্ঞানে আবৃত হয়ে আমি কী অমানুষ হব?
না কী জ্ঞানকে ভালোবেসে মানব দেহ সার্থক করবো?
জ্ঞানকে ভালোবেসে বিদ্যারূপে ব্রহ্মবিদ্যা যে করে অর্জন
ভবের মাঝে ভাবের হাটে তার হয় না পতন
জ্ঞানকে ভাল না বেসে দ্বৈতাদ্বৈত বিবেক বিষয়ে মোহিত হলে
গুণত্রয়ের অতীত যিনি তার দেখা কী পাবে
বিজ্ঞ পুরুষের পক্ষে ভালোবেসে বিবেক আশ্রয় করাই কর্তব্য
বিবেক থেকে জ্ঞান এবং জ্ঞান থেকে পাবে তুমি মোক্ষ।
সংগ্রহ : আদর্শ লিপি, ধৰ্মগ্রন্থ, পত্র পত্রিকা