যতই তুমি ভালোবাসো মন না ভরে
মন ভরে ভালোবাসা কেমন করে দিবে
ভালোবেসে শান্তি যদি পেতে চাও
সময় থাকতে ভালোবাসা শিখে নাও
ভালোবাসার কোন মোহে জড়ালে আমাকে
মোহ ছাড়া ভালোবাসা হয় কেমন করে
কেবা আমি কেবা তুমি যিনি গড়েছেন সকল
তাকে নিয়ে ভালোবাসলে জীবন সফল
ভালোবাসার কতই রূপ কে বলিতে পারে
জাত, কুল, মান, রূপ কেই বা জানে
ভালোবেসে এক ধাতুতে গড়া সকল জাতি
মানুষ বলে ভাবতে যদি পারি
হিন্দু মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ যত জাতি আছে
ভালোবেসে সবার সনে মিলবো মোরা নাহি ভেদ মনে।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা