ভালোবেসে ভালোবাসা পেলে সফল জন্ম হবে
না পেলে বিফল জন্ম জীবন যুদ্ধ পানে
যেমনি পারো ভালোবেসে ভালোবাসা হৃদয়ে দিও স্থান
তবেই তুমি পাবে তার নামের সন্ধান
ভালোবাসার কতই রূপ কেবা দেখতে পায়
আকাশের তারা যেমন ধরা নাহি দেয়
ভালোবাসার ভিখারি আমি ভালোবাসা দাও
ব্যাপারী হয়ে কেন ব্যবসা করে যাও
ভালোবাসা রূপের খেলা কজন খেলতে পারে
জিততে হলে হারবে তুমি রূপে মুগ্ধ হয়ে
ভালোবাসায় না ভালোবেসে কিসে পাগল হলে
পাগল হয়ে ভালোবাসার দাম কী কিছু পেলে
ভালোবাসা ভালোবাসা ভালোবাসা কাকে বলে
বুঝতে হলে ভালোবাসা কোথায় যেতে হবে
কবে কখন আসবে তুমি সময় বলে দাও
ভালোবাসার ডালি নিয়ে অপেক্ষা কেন করাও।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা