হে জ্ঞান, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা, তুমি গুরু
তুমি মন্ত্র বেদ্য এবং ভালোবেসে তুমিই মহামন্ত্র
হে জ্ঞান, তুমি অণু থেকেও অনুতম, মহান থেকে মহিয়ান
ভালোবেসে সর্বভুবনের অধিপতি আবার মহানুভব মহাপুরুষ শক্তিতে বলিয়ান
ভালোবেসে নিরাকারকে বলে শুন্য, আবার গোলকে বলে  শুন্য
তার মূল মধ্য অন্ত না পেয়ে আমি যে জ্ঞানশূন্য
তত্ত্ববাক্য থেকে বহিস্কৃত হয়ে যারা পরস্পর বিবাদে নিরত
অতত্ত্বদর্শী, জ্ঞানবিঘ্নকর, দেহাত্ববাদী হন সেই সকল মূঢ়চিত্ত
যদি জ্ঞানকে ভালোবাসতে না পারি
তবে আমি সেই মায়া মোহিতচিত্ত ক্ষুদ্র ব্যক্তি।



সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা