ফেসবুকের কমেন্ট, ভিডিও পোস্ট, মোবাইল আপডেট, কোম্পানির ডিসকাউন্ট সেল
স্মার্ট ফোনের টুং টাং শব্দের মেসেজ বার্তায় মনোসংযোগে আমার অবস্থা নাজেহাল হয়ে দাঁড়ায়
আমার মনোসংযোগকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দিচ্ছি
আর নিদ্রাহীন জাগরণে চোখের নিচে কালিমা আঁকছি
আমার মন নিয়ে ভালোবেসে খেলা করছে অন্যরা
আর সাময়িক আনন্দে তাদের হাতে তুলে দিচ্ছি নিজ মুনাফা
ক্রেতা ভালোবেসে ক্রয় করে যতটা লাভ করে
বিক্রেতার লাভ বুঝি তার চাইতেও বেশি কিছু হবে
ক্রেতা হয়ত জানেই না ভালোবেসে ক্রেতা যতটা ঠকবে
বিক্রেতার ঘরে তত বেশি লাভ উঠবে
ভালোবেসে নিজেকে কতটা বিক্রি করবো
জ্ঞানকে ভালোবেসে প্রয়োজনানুসারে আমি ততটুকুই সিদ্ধান্ত নিব।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা