আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে
কোনো দেশ ভাল না বেসে অন্য দেশে হামলা করতে না পারে
আবার হামলা করলেও শিক্ষা  প্রতিষ্ঠান, হাসপাতাল বা স্পর্শকাতর স্থানগুলো
ভাল না বেসে আক্রমণের অধিকার পায় না হাতে
কিন্তু বাস্তব কী এই সকল বিধি নিষেধ নিয়ম কানুন মেনে চলে
না কী যুদ্ধ ক্ষেত্রে অনিয়মই ভালোবেসে নিয়ম হয়ে দাঁড়ায় অবশেষে
যুদ্ধক্ষেত্রে ভালোবেসে সাময়িক যুদ্ধ বিরতি নামক মানবিক অনুমতি,
সত্যিই হাস্যকর নয় কী এই মতির গতি?
জ্ঞানকে ভাল না বেসে যুদ্ধ যখন লাগে দেশে
আমি নিজেই তখন শরণার্থী নিজ বাসভূমিতে
অপমান, লোভ বা শাস্তি প্রদানের ধারণাকে হাতিয়ার করে
অসংবেদনশীল অনড় মানসিকতা যবে হবে জন্ম
যুদ্ধ, গণহত্যা, লুটপাট , সম্ভ্রম সবই আমার কাছে তখন তুচ্ছ।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা