স্থূলমন বৃহৎ দেহে করে ধারণ
আবার বৃহৎ মনও স্থূল শরীরে মানায় দারুন
মন স্রষ্টার ম্যাজিকাল ফিগার
প্রয়োজন অনুসারে যা খুশি তৈরী করে যখন যা দরকার
নাম আছে অনুভব আছে কিন্তু নয় অস্তিত্বশুন্য
এই সব তিনিই পারেন করতে সৃষ্টি খেলার সাথী যার শুন্য
মনের ঘরে আছে তালা বিদ্যা দিয়ে যায় খোলা
ভাবের ঘরে সেই চাবি ঝুলছে সারাবেলা।
মনের বেগ সেকেন্ডে যত আলোকবর্ষ
এমন কোন যন্ত্র আছে কী যা মাপতে পারে তার দৈর্ঘ্য
আমার মন আমার মন বলে দাবি করি যারা
স্রষ্টার কাছে সেই মন স্রোত বৃষ্টির ধারা
প্রতি সেকেন্ডে যত মন সৃষ্টি করে বিধাতা
তার ভগ্নাংশের ভগ্নাংশও যায় না ধরা
সেই মন দিয়ে সেই মন নিয়ে বিধাতা করেন যাচাই
তোমার আমার অবশিষ্ট যা কিছু সব অধরাই।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা