দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা দিয়ে আমরা যা আঁকি
তা যে কোনো স্থানের একটি ত্রিমাত্রিক পরিচয় লিপি
স্থান কাল পাত্র ভেদে হয় তার পরিবর্তন
এও নয় কী এক সত্যের উন্মোচন
সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনের এই যে ধারা
বৈচিত্রতা দিয়েই সময় দেয় তার পূর্ণতা
সময়কে ধরি আমরা চতুর্থ মাত্রা
যিনি ধরে রেখেছেন সকল বিষয়ের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা
সময়ের সঙ্গে সঙ্গে গড়ে ওঠে যে সভ্যতা
ভৌগোলিক ঘটনার বিশ্লেষনে সময়ের ছন্দ তাতে আছে ধরা
একমাত্র সচেতন মানুষকে করে সাক্ষী
সময় যেন বুঝিয়ে দিতে চায় তার হাতে আমরা সবাই বন্দী।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা