প্রাণ ধনু স্বরূপ এবং আত্মাবান ও ব্রহ্মবধ্যস্বরূপ
জ্ঞানকে ভালোবেসে প্রমাদহীন হয়ে শরের ন্যায় ব্রহ্মকে বিদ্ধ করে হও তন্ময়রূপ,
যে স্থানে মনের স্থিরতা হয়
জ্ঞানকে ভালোবেসে তাকে ধরতে বিলম্ব কেন হয়
যোগীর হৃদয়ে আনন্দরসের  সঞ্চার তখনই হবে
যখন জ্ঞানকে ভালোবেসে চন্দ্ররশ্মির সাথে সংযোগ ঘটে
সৌভাগ্যবশেই সুবাক্য সকল ভালোবেসে হৃদয়ে স্থান প্রাপ্ত হয়
এবং সৌভাগ্যবশেই তার জ্ঞানের উদয় হয়
জ্ঞানকে ভালোবেসে শুভোদয় হলে অনর্থও অর্থরূপে পরিণত হয়
আর ভীষণ বিপদও উপকার সাধনে তৎপর হয়
অগ্নিদ্বারা অজ্ঞানপাপ তখনই দগ্ধীভূত হয়
যখন জ্ঞানকে ভালোবেসে হৃদয়ে স্থান পায়
মরণভয় বিসর্জনপূর্বক অজ্ঞান শত্রুকে লক্ষ্য নির্দেশ করত
ভালোবেসে জ্ঞান শর সন্ধানে করো তুমি বিদ্ধ।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা