অণু পরমাণু দিয়ে জড় আর জীব জগৎ গড়া
এক একটি জীবদেহ যেন অণু পরমাণুর পাহাড়ে ঘেরা
নারী পুরুষের এমন মিলন মেলা
চলুন যাই অণু পরমাণুরূপে দেখতে তাদের খেলা
রসায়ন দিয়ে জীববিদ্যা ব্যাখা চলে
আর  পদার্থবিদ্যায় রসায়ন পাই খুঁজে
মানব মর্যাদা না দেশের সংবিধান
রিডাকশনিজম পারে না করতে  সমাধান
দৃষ্টিভঙ্গি দিয়ে সব কিছুর ব্যাখ্যা চলে
কিন্তু জ্ঞানাত্মার ব্যাখা  থেকে যাবে অন্তরালেই
নিয়মিত ও অনিয়মিত যার ওঠা পরা
সেই জিনের গঠন এক আজব বস্তুতে গড়া
শৃঙ্খলা থেকে বিশৃঙ্খলা আবার কখনও উল্টে যায় তার গতি
গড়ে আর ভাঙে, ভাঙে আর গড়ে  - এরই নাম নিয়তি
পরমাণুর ইলেক্ট্রন এক কক্ষপথ থেকে ডুব দেয় অন্য কক্ষপথে
যাওয়া আশার খেলা বা অন্য কক্ষপথে ভেসে ওঠা জ্ঞানবল বুঝিয়ে দেয় আমায় ধরা নয়তো সহজ কথা।



সুপারপজিশন নিয়ে জ্ঞানের ইলেক্ট্রন করে চলাফেরা
সুপার পাওয়ার বলেই তাকে যায় না ধরা
কোয়ান্টাম মেকানিক্স এ আছে যে কোয়ান্টাম তত্ত্ব
কোনো কিছুই নির্দিষ্ট নয় কেবল সম্ভাবনা মাত্র
এক বিড়ালের আছে দুই তত্ত্ব - জীবিত ও মৃত
কোয়ান্টাম সুপারপজিশন নামে যা খ্যাত
ভুগর্ভে আছে গলিত ধাতু
যা দিয়ে পৃথিবীকে চুম্বক বানিয়ে জ্ঞানের ইলেক্ট্রন খেলে শুধু
যে জ্ঞানশক্তি দ্বারা অণুর মধ্যে পরমাণুতে-পরমানুতে আছে জোট
পৃথিবীতে এমন কোনো শক্তি নেই ভাঙতে পারে সেই জোট
কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী ইলেক্ট্রন লাট্টুর মতো ঘোরে
যেমন করে আমার জ্ঞানশক্তি ওঠানামা করে
কোয়ান্টামের খেলায় আছি আমি মত্ত
প্রাণের  মূলে  কী তা অনুসন্ধানের জন্য
যে নলেজ এনার্জি আমাদের উদ্বুদ্ধ করে গন্তব্য চিনিয়ে দিতে
তার পেছনে ধাওয়া করে আমার হাত আজ শুন্যে।



সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা