২..
যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে বাড়ে কমে ভালোবাসার আত্মীয়তা
এও নয় কি এক সংখ্যা জ্ঞানের অন্য সাহিত্যের খেলা মাতৃগর্ভ থেকে হয় যখন সংখ্যা জ্ঞানের উৎপত্তি
এক এক সংখ্যাকে আমরা ভালোবেসে ভিন্ন ভিন্ন নামে ডাকি
সংখ্যা নিয়ে মাতৃগর্ভ না হয় পাওয়া গেলো
ভালোবেসে জ্ঞান বিচারে এবারে পিতৃ পরিচয় বাহির করো
প্রকৃতিকে ভালোবেসে মা হিসেবে দেখি যখন
কোনো জ্ঞানের অভাবে পিতৃ পরিচয় অধরা থাকে তখন
জ্ঞানকে ভালোবেসে সংখ্যা নামের হয় না পরিবর্তন
ভালোবেসে শুধু পাল্টাতে থাকে তার ধরণ
গণিত যে সাহিত্যের ঘরানা
জ্ঞানকে ভালোবেসে ডুবতে পারে সাঁতার জানে যে জনা
জ্ঞানকে ভালোবেসে যতই তুমি অংক করো
ফল যদি না মিলে তবে তাকে অসাড় তত্ত্ব বলো
জ্ঞানকে ভালোবেসে সংখ্যা নিয়ে খেলে যারা
গণিত সাহিত্য ভালোবাসে তারা
ভালোবেসে জ্ঞান বিচারে সংখ্যা নেই কোনো সীমা
কেমন করে পাবে তুমি বিশ্বব্রহ্মাণ্ডের শেষ নিশানা
জ্ঞানকে ভালোবেসে সংখ্যা নিয়ে খেলে যারা
সংখ্যাতত্ত্ব তাদের চেয়ে বেশি বুঝে কেবা
অংকের খেলায় সংখ্যা জ্ঞান খেলতে না জানি
ভালোবাসতে না পেরে সাহিত্যে তাই মুখ থুবড়ে পড়ি
(চলবে)...