১.
শুন্য নয় তো শূন্য,শূন্য হয় মাতৃগর্ভ
ভালোবেসে সেখান থেকে এক, দুই, তিন এর জন্ম
মায়ের ভালোবাসা যেমন মাপা নাহি যাবে
তেমনি জ্ঞান বিচারে সংখ্যার হিসেব শেষ নাহি হবে
ভালোবেসে অক্ষর, বর্ণ, শব্দ মিলে হয় বাক্য
সেই জ্ঞান থেকে উপন্যাস, কবিতা, ছড়া আরও কত গল্প
জ্ঞানকে ভালোবেসে যে সকল শব্দ বাক্য মিলে হয় সাহিত্য
কি দিয়ে গণনা হয় তার সংখ্যা তত্ত্ব
জ্ঞানকে ভালোবেসে অংকে সংখ্যা যত পাবে
এক থেকে শুরু কিন্তু তার শেষ তত্ত্ব কে জানে?
অংকে সংখ্যা যত আছে
ভালোবেসে ভাই বোন আত্মীয় স্বজন মিলে মিশে থাকে
জ্ঞানকে ভালোবেসে আত্মীয় অনাত্মীয় মিলে
কেমন করে তৈরি হয় যাকে সাহিত্য বলে
অংকে সংখ্যার খেলায় তৈরি হয় যে সংখ্যা তত্ত্ব
জ্ঞানকে ভালোবেসে কজনেই বা বুঝতে পারে সেই গূঢ়তত্ত্ব?