যে শিক্ষা শিখে শিক্ষায় বলিয়ান হয়েছি আমি
ভালোবেসে সেই শিক্ষার আসর বসিয়ে দেখি সুশিক্ষাটাই এখনও হয়নি
সাধারণ ছাপোষা মানুষ পাবে এক যুগান্তকারী সাফল্য
স্বনির্ভর হওয়ার লক্ষ্যে ভালোবেসে জ্ঞানকে ধরে রাখে যদি
জ্ঞানকে ভালোবেসে নিজেকে মেলে ধরার এই নিরীহ প্রবণতা
সর্ব অবস্থায় নিজে স্বাবলম্বী হওয়া এবং সমাজের উন্নতিতে দেখাবে পথের দিশা
চিরস্থায়ী হোক তোমার জ্ঞানের প্রতি ভালোবাসা
ক্ষনিকের তৃপ্তিই যেন হয় না শেষ কথা
যাকে ভালোবেসে জাগ্রত হবে মূল্যবোধ, নীতিবোধ, রুচিবোধ
সেই জ্ঞানকে ভাল না বাসলে আমি যে থেকে যাবো অজ্ঞান অবোধ।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা