আনন্দকানন পবিত্র, তন্মধ্যে পবিত্র বর্ণতীর্থ
এই তীর্থ স্থান ঈশ্বর সান্নিধ্য তদপেক্ষা পবিত্র
সর্বতীর্থোত্তমোত্তম বর্ণতীর্থের মাহাত্ম্য যিনি হতে পারেন অবগত
মহাজ্ঞান মহাদ্বারে তার যাত্রা হয় সুসম্পন্ন
যে বর্ণতীর্থ অমৃতক্ষেত্র
সেই অবিমুক্তধামে চরম সময়ে তার উপস্থিত নিশ্চিত
জ্ঞানকেশব করে যদি জ্ঞান দান
জ্ঞানচ্যুত হতে তিনিই করেন রক্ষা দিয়ে বাধাদান
মহাসত্যি ও সমৃদ্ধি লাভার্থ বর্ণকে ভাল না বাসিলে
অর্থের অনর্থ লাভ কে পারে আটকাতে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা