স্বাধীনতা সংগ্রামী সেই নেতাজী
অন্যায় কাজে তিনি সদা নন রাজি,
প্রতিবাদ করেছেন সদা অন্যায়ের
তিনি হলেন বীর সন্তান ভারত মায়ের।

তাহার বাণী যুগিয়েছে যে শক্তি
তরুণদের মনে, দেশের প্রতি ভক্তি,
ভুলতে পারবে না তাকে ভারতবাসী
শ্রদ্ধা, ভক্তি তার প্রতি রাশি রাশি।

তার আদর্শে দীক্ষিত তো হও সবে
নতুনত্বের ঢেউ যে উঠবে এ ভবে,
হও আগুয়ান নির্ভয়ে তোমার লক্ষ্যে
ভারত মাতাকে নাও তোমার ঐ বক্ষে।

সহস্র প্রণাম জানাই তার চরণে
বেঁচে থাকবেন তিনি মোদের ঐ মনে,
অনুপ্রেরণা দেবেন জনে জনে
দেখা পাবে তার, মনে, ক্ষণে ক্ষণে।