বরাক তটে শত লড়ে
বাংলা ভাষা রক্ষা করে
ঊনিশে মে ছিল সে দিন
বিভীষিকায় মনে পড়ে।
কানাই,চণ্ডী,হিতেশ,সুনীল
আর সত্যেন্দ্র,শচীন্দ্র যে
দিয়েছিল তাজা রক্ত
তাদের ডঙ্কা সদা বাজে।
সঙ্গে ছিল কুমুদরঞ্জন
বীরেন্দ্র আর সুকোমল যে
বিলিয়েছে দেহখানি
এ বরাকের ভূমি মাঝে।
আরো ছিলেন তরণী যে
আর কমলা ভট্টাচার্য
সবে মিলে পূরন করেন
এ অসাধ্য পুণ্য কার্য।
তাদের জন্য বলছি মোরা
স্বাধীন হয়ে বাংলা ভাষা
বীর সকলে থাকবে সদা
মোদের মনে বেঁধে বাসা।