চারিদিকে ঢেউ উঠেছে, ক্লান্ত হয়েছে সব
দেখা দেয় না রামধনু আজ, পাখি করে না রব।।
নিস্তব্ধতা ছড়িয়ে গেছে অবসাদে আছে বেঁচে
করোনার ত্রাস দিকে দিকে, ফিরে দেখা দুর্লভ।।
চাঁদের আলো ম্লান হয়েছে আকাশ বাতাস স্তব্ধ
নদীর ধারা পাল্টে গেছে, নেই আজ কলকল শব্দ।।
গাছে গাছে ফুল সব ঝরে নেই তার সুবাস, আছে পড়ে
দূরে দূরে ক্রন্দন ধ্বনি, থামানো অসম্ভব।।
অপশক্তি গ্রাস করেছে, ঘড়ির কাঁটা থেমে
চলছে আজি আজব খেলা গেছে সবাই ঘেমে।।
শান্তিতে আজ ঘুম আসে না কেউ করে না আজ বাহানা
হৃদ স্পন্দন যে থেমে আছে, চাঁদ আসে না নেমে।।
খুশির দোয়ার খুলবে কখন, জ্বলবে খুশির বাতি
ভ্রমর আসবে মধু খেতে সকাল সন্ধ্যে রাতি।।
দুঃখের বাতির ইতি হবে কখন শান্তির পথ স্থির রবে
স্বপ্নের দৃশ্য বাস্তব হবে, নাকি রবে ফ্রেমে।