কতো রক্তের বিনিময়ে
পেয়েছি যে স্বাধীনতা,
গরীব দুঃখী সবাই মিলে
গেয়েছে গান সত্যের কথা।

নিয়ে গেছে যন্ত্রণা সব
দিয়ে গেছে যে একতা,
দিয়ে গেছে হাসি খুশি
আনি মোরা মানবতা।

স্বাধীন দেশে স্বাধীন সবে
তবু কেন ভাই শত্রুতা,
তাদের কথা ভাবো সবে
অনুভবে কতো ব্যাথা।

শ্মরণ করো সকলে ভাই
এগিয়ে যাও তাদের পথে,
তাদের বাণী মেনে চলো
দিশে পাবে সঠিক মতে।