শূন্যের মাঝে এই পৃথিবী
শূন্যের থেকে সৃষ্টি,
ক্ষুদ্র থেকে ক্ষুদ্রের মাঝে
দিতেই হবে দৃষ্টি।
কোনো কিছুই হেলা করা
চলবে না আর ভবে,
লেগে থাকলে একটা কিছু
হবেই দেখো তবে।
দ্বিধার মাঝে না থেকে তাই
চলো মনের জোরে,
যাহা তুমি ভাবছো দূরে
নয় তা কিছুই দূরে।
গভীর দৃষ্টি দিলে তখন
ধরা পড়বে সত্য,
পালন করে যাও হে তাই
সদা আপন ব্রত।
চলার পথে থাকলে তুমি
পৌঁছে যাবে নীড়ে,
বৃথা তুমি আছো কেনো
অজানা ওই ভীড়ে।
ধীরে ধীরে বাড়লে আগে
প্রাপ্য তোমার পাবে,
সময়ের ওই সাথে তখন
অনেক দূরে যাবে।।