বুঝিনি আর তোমায় আমি
সুদূরের হে পিয়াসী মন,
আমার সাথেই করে যাও ছল
পাই না দূরের তাই আমন্ত্রণ।
অজানা কোন পথের পথিক
হাঁটছি আমি একা একা,
প্রাপ্য আমার পাচ্ছি না ঠিক
মরীচিকার মিলছে দেখা।
কখন আমায় সময়ের স্রোত
অজানার ওই কাছে নেবে,
কোন দুনিয়ায় হারাই আমি
যায় না যে লয় আমায় ভেবে।
আমিই শুধু ভেবে ক্লান্ত
হচ্ছি পথে দিশেহারা,
পেছন থেকে বুঝছি শুধুই
টানছে বুঝি আমায় তারা।
তাও তো আমি চলছি আগে
ধরার বুকে নতুন খুঁজে,
সময়ের সুর জানি না ঠিক
নেবে আমায় কখন বুঝে?