সংগ্রাম করে যাচ্ছি চলে
স্বপ্ন পূরণ কখন,
সময়ের ওই ধারায় প্রকাশ
হবে কখন বপন।
সময়ের লয় পাই না খুঁজে
পাই না আমি কিছুই বুঝে
হয়ে হয়েও লক্ষ্য আমার
হচ্ছে না ঠিক স্মরণ।
সংগ্রাম করে যাচ্ছি চলে
স্বপ্ন পূরণ কখন।।

মনের জোয়ার আছে সত্যি
পাচ্ছি না ঠিক দিশে,
জানি না ঠিক সময় ধারায়
যাবো কোথাও মিশে।
কখন আসবে সত্যি প্রকাশ
পাবো আমি মধুর আভাস
নতুনের ওই স্বপ্ন কখন
করবো আমি বরণ।
সংগ্রাম করে যাচ্ছি চলে
স্বপ্ন পূরণ কখন।।