লকডাউনের সময়টাকে কাজে লাগাও
ভারতবাসী সবে,
পড়ো সবাই ধর্মগ্ৰন্থ দেখবে সবার
সময় কেটে যাবে।
ধর্মগ্ৰন্থ থেকে অনেক কিছু শেখার
আছে মোদের সবার,
বাড়বে মনে আত্মবিশ্বাস, পরিচয় যে,
হবে সত্য মিথ্যার।
গীতার সঙ্গে, রামায়ণ আর মহাভারত,
আর পড়বে বেদ পুরান,
আত্মশক্তি জাগ্রত যে হবে, বাড়বে
তাতে সবার সম্মান।
ধর্মের সঙ্গে অধর্মের যে কি পার্থক্য
সহজে তা জানবে,
তীক্ষ্ণ হবে বিচার বুদ্ধি, ধর্মশাস্ত্র
পড়লে, এটা মানবে।
জানতে পারবে সে অতীতের বাস্তব কথা
হিংসায় মৃত্যু আনে,
বেদ পুরাণের সকল কথা বাস্তব হচ্ছে
আজিকার এ দিনে।