সময়ের সাথে দাও দূরে পাড়ি
মেনো না কখনো হার,
এই তো সময় বুঝে নাও তুমি
নিজ জীবনের সার।
একতা তোমার আনো হে হৃদয়ে
যাবে না গো আর ক্ষয়ে,
জাগাও চেতনা করো হে সাধনা
থেকো না গো আর ভয়ে।
হও তুমি ভবে নিজ থেকে আজ
চেতনার মাঝে লীন,
যাও ধীরে ধীরে সময়ের তীরে
আসিবে তোমার সু-দিন।
কাটাও তোমার মনের বেদনা
পেয়ে যাবে ঠিক লয়,
মন থেকে যদি চাও তুমি কিছু
তাতে ঠিক হবে জয়।
নিরাশার মাঝে পড়ে থেকো না গো
সময়ের সাথে জাগো,
থেকো না কোথাও আঁধারের মাঝে
ঠিক ঠিকানায় ভাগো।
আঁধারের পথে আলোকের ধারা
নিয়ে এসো তুমি আজ,
বাকি আর কিছু ভবে নাহি রবে
হয়ে যাবে সব কাজ।।